Aparajita Adhya এর জন্মদিন, একের পর এক ছবি শেয়ার করলেন \'লক্ষ্মী কাকিমা সুপারস্টার\'

2022-02-22 3

প্রায় ২ বছর পর ফের কাজ শুরু করলেন অপরাজিতা আঢ্য। টেলিভিশনের পর্দায় কামব্যাক করলেন \'লক্ষ্মী কাকিমা সুপারস্টারের\' মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে। যা সম্প্রচারের প্রথম দিন থেকেই মন কেড়ে নেয় দর্শকদের। আজ সেই পর্দার লক্ষ্মী কাকিমার জন্মদিন।